জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ (Original Certificate)উত্তোলণের নিয়মাবলী
আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ডিগ্রী, মার্স্টার্স বা প্রফেশনাল কোর্স শেষ করেছেন?
এখন উচ্চ শিক্ষার (বিদেশের) জন্য মূল সনদ উত্তোলণ করতে চাচ্ছেন?
আসুন জেনে নেই কিভাবে খুব সহজেই উত্তোলণ করবেন আপনার মূল সনদ:
১। অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র।
২। রেজিষ্ট্রেশন কার্ড।
৩। শেষ বর্ষের প্রবেশপত্র।
৪। সাময়িক সনদ (Provisional Certificate).
৫। নম্বরপত্র (Marksheet).
বি: দ্র: মূল সনদ নেয়ার সময় সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে।
৳ ৫০৩/-
মূল সনদের আবেদনে আপনাকে ৫০৩/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
মূল সনদ উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
সাধারণত ২০-২৫ দিন সময় লাগে। তবে প্রফেশনাল কোর্স কিংবা হাতে লেখা সার্টিফিকেটর ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।
সেক্ষেত্রে আপনাকে জাতীয় বিশ্বঃ এ এসে পরীক্ষা নিয়ন্ত্রক (Exam Controller) স্যারের সাথে কথা বলতে হবে। হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার।
না। কারণ মূল সনদ নেয়ার সময় অবশ্যই সাময়িক সনদ জমা দিতে হবে। জরুরী হলে যোগাযোগ করতে পারেন। হেল্প করা যাবে।
জ্বি পারবেন। এই জন্য আমার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।
জ্বি, আপনি মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।